বিতর্কিত মন্তব্যের জেরে তলব সত্ত্বেও আমহার্স্ট স্ট্রিট (Amharst Street) থানায় হাজিরা দিলেন না সাসপেন্ডেড বিজেপি (Bjp) নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। অজুহাত দেখিয়ে ৪ সপ্তাহ সময় চেয়েছেন তিনি। ই-মেলে নূপুর জানান, তিনি প্রাণসংশয়ের আশঙ্কা করছেন। এর আগে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের হলেও নূপুর হাজিরা দেননি। কলকাতা পুলিশের কাছে ই-মেল মারফৎ ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর।

এদিকে, বিতর্কিত মন্তব্যের জেরে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Kanthi) থানাতেও নূপুরের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। চিঠিও দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও।
















































































































































