Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবা। ফ্লোরেন্তিনের ক্লাব শোসাক্স মবেলিয়ার্ড টুইট করে এই খবর জানিয়েছে। আপাতত জানা গিয়েছে, এক বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন তিনি।

২) ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন টেস্টে নামতে চলেছে ভারত। তার আগে ভাল প্রস্তুতি সারলেন ভারতের বোলাররা। ছন্দে দেখা গেল মহম্মদ শামি এবং রবীন্দ্র জাডেজাকে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে লেস্টারশায়ারের থেকে ৮২ রানে এগিয়ে ভারত।

৩) বাংলার হেপ্টাথলিট স্বপ্না বর্মনকে কমনওয়েলথ গেমসের দলে নেওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা (এএফআই)। আরও চার ক্রীড়াবিদকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দলে তাঁরা কেউ ছিলেন না।

৪) ইমামি গ্রুপের তরফ থেকে চুক্তিপত্র ইতিমধ্যেই ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই চুক্তি লাল-হলুদের থেকে কবে সই হয়ে তাঁদের হাতে আসবে, তা এখনও জানেন না ইমামি কর্তারা। চুক্তি না এলে দলগঠন শুরু করা সম্ভব হবে না। বলেন ইমামি গ্রুপের শীর্ষকর্তা আদিত্য আগরওয়াল ।

৫) গত বছর আইপিএলের ফাইনালের আগে দু’বার সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। নিজেই ফোন করে ফাইনাল ম্যাচে হাজির থাকতে বলেছিলেন। কিন্তু দু’দেশের সম্পর্কের কথা ভেবে সেই আমন্ত্রণে সাড়া দেননি তিনি। জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ