Wimbledon: বড় সিদ্ধান্ত উইম্বলডনের, ইউক্রেনের উদ্বাস্তুদের বিনামূল্যে ম‍্যাচ দেখার সুযোগ আয়োজকদের

0
1

বড় সিদ্ধান্ত নিল উইম্বলডন (Wimbledon) আয়োজকরা। ইউক্রেনের (Ukraine) উদ্বাস্তুদের পাশে দাঁড়ালেন তারা। ইউক্রেনের উদ্বাস্তু বা কোভিড যোদ্ধাদের বিনামূল্যে উইম্বলডন দেখার সুযোগ দিচ্ছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। আসন্ন টুর্নামেন্টের জন্য ইউক্রেনের উদ্বাস্তুদের বিনামূল্যে টিকিট প্রদান করবে আয়োজকরা। শুক্রবার এমনটাই ঘোষণা করেছে তারা। এছাড়া ইউক্রেনে ক্ষতিগ্রস্থ মানুষ ও উদ্বাস্তুদের জন্য আড়াই লক্ষ পাউন্ড অর্থ অনুদান দেবে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। এই উদ্যোগটি নেওয়া হয়েছে টেনিস প্লেয়েজ ফর পিস ইনিশিয়েটিভ ও ব্রিটিশ রেড ক্রস ইউক্রেন অ্যাপিলের সাহায্যে।

এদিন এই নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, “ইউক্রেনে অন্যায় সামরিক অভিযানে যাঁরা ক্ষতিগ্রস্ত, আমরা তাঁদের পাশে রয়েছি। তাই একটা বিকাল ওঁদের জন্য রাখা হয়েছে।”

সম্প্রতি ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে সরব হয়েছে গোটা বিশ্ব। বাদ নেই ক্রীড়া জগতও। আর এই কারণে সমস্ত রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছে আসন্ন উইম্বলডন থেকে।

আরও পড়ুন:India Team:’দায়িত্ব নিতে পছন্দ করি’, আয়ারল্যান্ড ম‍্যাচে আগে বললেন নেতা হার্দিক