২৬ জুনই জিটিএ নির্বাচন হবে, জানিয়ে দিল আদালত

0
1

আগামী ২৬ জুন, নির্ধারিত দিনেই জিটিএ (GTA Election) নির্বাচন হবে। ফল ঘোষণাও হবে নির্ধারিত দিনেই। জিটিএ নির্বাচন নিয়ে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। এমনটাই জানিয়ে দিলেন হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

১৯৮৮ সালে তৈরি হয়েছিল গোর্খা হিল কাউন্সিল। সংবিধানে বিষয়টি সংযোজন করা হয়েছিল। ২০১১ সালে রাজ্য সরকার জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠন করে। অভিযোগ উঠেছিল সংবিধান সংশোধন না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএনএলএফের দাবি, এভাবে নির্বাচন করা যায় না। অন্যদিকে রাজ্যের দাবি, অন্যান্য প্রশাসনের মতোই জিটিএ নির্বাচনও রাজ্যের দায়িত্ব। জিএনএলএফের তরফে ভোট প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করে হাই কোর্টে মামলা করা হয়। আদালত জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ উচিত নয়। ফলে ভোটগ্রহণ ও রায়দান নির্ধারিত সুচি মেনেই হবে। তবে সংবিধান সংশোধন নিয়ে যে অভিযোগ উঠেছে, তা আদালত খতিয়ে দেখবে বলে জানিয়েছে।