তলব পেতেই ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেতা দেব

0
3

রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। অনুব্রত মণ্ডলের পর এবার গরু পাচার কাণ্ডে তলব করা হল অভিনেতা সাংসদ দেবকে ।গত মঙ্গলবার দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেন দেব। তাঁকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি’‌র অফিসাররা।


আরও পড়ুন:গুজরাট সংঘর্ষে মোদিকে ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টে


ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে ওঠে বলে বারবার রাজনৈতিক মহল থেকে অভিযোগ উঠেছে। গত ফেব্রুয়ারি মাসে পুরভোটের ঠিক আগেই সিবিআই-য়ের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা দেব। তাঁকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই।   নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই সিবিআই দফতরে হাজিরা দেন অভিনেতা। এরপর ইডির নজরে পড়েন অভিনেতা-সাংসদ দেব। এবারও ইডির তলব মাত্রই দিল্লিতে উড়ে গিয়েছেন দেব। হাজিরা না এড়িয়ে গতও মঙ্গলবার ইডির আধিকারিকদের মুখোমুখি হয়েছেন তিনি। অভিনেতা সাংসদ এও দাবি করেছেন, তিনি নির্দোষ। তাই হাজিরা দিতে তাঁর কোনও আপত্তি নেই।