কোর্টের নির্দেশ অমান্য, বেতন বন্ধ রাজ্য বিদ্যুৎ সংস্থার দুই জিএম- এর

0
1

আদালতের নির্দেশ সত্বেও কর্মীদের ডিএ দেওয়া হয়নি । তাই রাজ্য বিদ্যুৎ সংস্থার দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট।আগামী ১৫দিন ওই দুই আধিকারিকের বেতন বন্ধ থাকবে। তার মধ্যে আদালতের নির্দেশ মেনে কর্মীদের পাওনা টাকা মিটিয়ে দিলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। অভিযোগ, ২০১৯ ও ২০২০, দু’বছরেরই ডিএ-র এক পঞ্চমাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু শুধু ২০১৯ সালেরই ডিএ দেওয়া হয়েছে। ২০২০ সালের প্রাপ্য তাদের দেওয়া হয়নি। আদালতে এই অভিযোগ জানানোর পরই আধিকারিকদের বেতন বন্ধের সিদ্ধান্ত নেয় কোর্ট।