অঙ্কিতার জায়গায় ববিতা সরকারকে চাকরির নির্দেশ হাইকোর্টের

0
1

অঙ্কিতা অধিকারীর জায়গায় নিয়োগ করতে হবে ববিতা সরকারকে। ৩০ জুনের মধ্যেই নিয়োগপত্র দিতে হবে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী অঙ্কিতা অধিকারী প্রথম দফায় যে টাকা ফেরত দিয়েছেন, তা ১০ দিনের মধ্যে দেওয়া হবে মামলাকারী ববিতাকে।


আরও পড়ুন:চাকরি পাওয়া ২৭৮৭ জনের আবেদনপত্র কোর্টে দেখাতে পারল না পর্ষদ


এদিন এসএসসিকে স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২৭ জুনের মধ্যে ববিতা সরকারকে সুপারিশপত্র দিতে হবে। ২৮ জুনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশপত্র পাঠাতে হবে। ৩০ জুনের মধ্যে পর্ষদকে নিয়োগপত্র দিতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ, ১০ দিনের সুদ সমেত মন্ত্রীকন্যার টাকা ববিতাকে দিতে হবে। কারণ, তিনি চাকরি পাওয়ার যোগ্য ছিলেন।এদিন আরও নির্দেশ দেওয়া হয়েছে, ববিতা ৪৩ মাস ধরে বঞ্চিত। অঙ্কিতা ৪৩ মাস ধরে যে সব সুযোগ সুবিধা পেয়েছেন তা সবই দিতে হবে ববিতাকে।


অঙ্কিতা অধিকারীর চাকরী পাচ্ছেন মামলাকারী ববিতা। হাইকোর্টের এই নির্দেশ প্রসঙ্গে অঙ্কিতা অধিকারীর পিতা মন্ত্রী পরেশ অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না’।