রঞ্জিট্রফিতে (Ranji Trophy) ডিসিশন রিভিউ সিস্টেম (DRS) চালু করার জন্য টাকাই নেই বিসিসিআইয়ের (BCCI)। এদিন এমনটাই জানালেন বিসিসিআই কর্তা। রঞ্জিট্রফি নকআউট পর্বে প্রায় প্রতি ম্যাচেই আম্পায়ারদের কোনও না কোনও সিদ্ধান্ত ভুল দেখা যাচ্ছে। এমনকি সেমিফাইনালেও বাংলা বনাম মধ্যপ্রদেশের ম্যাচে একাধিক ভুল ধরা পড়েছে। ফাইনালের প্রথম দিনেই বিতর্ক হয়েছে। যে ম্যাচগুলি টিভিতে দেখানো হয়নি, সেখানেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকের আশঙ্কা। তবে বোর্ড এ সবে বিশেষ পাত্তা দিচ্ছে না।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “দেশের আম্পায়ারদের উপর আমাদের বিশ্বাস রয়েছে। ডিআরএস ব্যবহার করতে গেলে অনেক খরচ। ফাইনালে ডিআরএস না থাকলে কী এসে যায়। মাঠের আম্পায়ারদের ভরসা করতে হবে। ভারতের দুই সেরা আম্পায়ার রঞ্জির ফাইনাল ম্যাচের দায়িত্বে। ফাইনালে যদি ডিআরএস চালু করতে হয় তা হলে গ্রুপ পর্বের ম্যাচেও চালু করা উচিত।”
আরও পড়ুন:Maradona: কী কারণে মৃত্যু হল মারাদোনার? চিকিৎসকদের গাফিলতি? তদন্তে আর্জেন্তিনা সরকার




















































































































































