এখনই হাজিরা দিতে হবে না, অসুস্থ সোনিয়ার আবেদন মঞ্জুর ইডির

0
1

ন্যাশনাল হেরাল্ড(National) মামলায় ইডির(ED) আতস কাঁচের তলায় এসেছে গান্ধী পরিবার(Gandhi Family)। ইতিমধ্যেই এই মামলায় দফায় দফায় জেরা করা হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে(Rahul Gandhi)। ডাকা হয়েছিল সোনিয়া গান্ধীকেও(Sonia Gandhi)। তবে অসুস্থতার জন্য ইডির কাছে কয়েক সপ্তাহের সময় চেয়েছিলেন সোনিয়া গান্ধী। তাঁর সেই আবেদন এদিন মঞ্জুর করা হল ইডির তরফে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে প্রথমবার ইডির তরফে তলব করা হয়েছিল গত ৯ জুন। যদিও তার আগে করোনা আক্রান্ত হওয়ায় হাজিরা দিতে পারেননি তিনি। এরপর ২৩ জুন নতুন করে তলব করা হয় সোনিয়াকে। তবে তার মধ্যেই সোনিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ইডি দফতরে সোনিয়ার হাজিরা দেওয়ার কথা থাকলেও এই অবস্থায় তা সম্ভব নয়। ফলে গত বুধবার ইডিকে চিঠি লিখে সমস্ত বিষয় জানিয়ে জিজ্ঞাসাবাদের দিনক্ষন পিছিয়ে দেওয়ার আবেদন জানান সোনিয়া। কংগ্রেস সভানেত্রীর সেই আবেদনই এদিন মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি।