রাতে তিস্তায় নৌকাডুবি, চলছে উদ্ধার কাজ

0
2

রাতের অন্ধকারে বড়সড় দুর্ঘটনা মেখলিগঞ্জে। তিস্তায় (Teesta) নৌকাডুবি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মেখলিগঞ্জের পুলিশ (Police)। পৌঁছেছেন মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত।

বৃহস্পতিবার, রাত সাড়ে ৯টা নাগাদ মেখলিগঞ্জের নিজতরফে ১২৩ বস্তা বাদাম-সহ ১৭ জন যাত্রী তিস্তায় ডুবে যান বলে খবর। এখনও পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা গেলেও বাকি একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের অন্ধকারেই চলছে তল্লাশি। তবে বর্ষার খরস্রোতা তিস্তায় রাতের অন্ধকারে তল্লাশি চালাতে সমস্যায় পড়েছে উদ্ধারকারী দল। কীকরে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:SAT: বাম জমানার নিয়োগ দুর্নীতি, ৬১৪ জনের চাকরি বাতিল করল স্যাট