মহারাষ্ট্রের(Maharastra) মহানাটকে যোগ হল নয়া পর্ব। করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) বুধবার সন্ধ্যায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, তাঁর ইস্তফাপত্র প্রস্তুত রয়েছে। যে কোনও শিবসৈনিক চাইলে মুখ্যমন্ত্রী(Chief Minister) হতে পারেন। তবে তাঁর সামনাসামনি এসে কথা বলতে হবে।

এদিন স্পষ্ট বার্তায় শিব সেনা(Shiv Sena) সুপ্রিমো বলেন, “আমি আবার লড়তে প্রস্তুত। আপনারা ফিরে আসুন। আমাকে সামনা-সামনি বলুন আমাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আমি ছেড়ে দেব। কতজন আমার পক্ষে, কতজন আমার বিপক্ষে ভোট দিল, সেটা বিষয় নয়। একজনও যদি আমার বিরুদ্ধে মত দেয় তাহলে সেটা আমার হার। আমি ইস্তফা দিতে রাজি। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে মাতোশ্রীতে চলে যাব।” পাশাপাশি বিক্ষুব্ধদের উদ্দেশ্যে শিবসেনা সুপ্রিমো বলেন, আপনারা কি আমাকে নিশ্চিত করে বলতে পারেন, যে পরের মুখ্যমন্ত্রী শিব সেনা থেকে হবে? কে মুখ্যমন্ত্রী হল, সেটা গুরুত্বপূর্ণ নয়। শিব সেনার কেউ হবে কি? আমার দলের একজন নেতা অসমে গিয়ে আমাকে বলছেন আমরা নাকি হিন্দুত্ব ভুলে গিয়েছি। তার উত্তর দিয়ে তিনি বলেন, শিব সেনা আর হিন্দুত্ব একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শিব সেনা কখনও হিন্দুত্ব ছাড়বে না। আমি বালাসাহেব ঠাকরের আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
বলার অপেক্ষা রাখে না উদ্ধবের এই বার্তায় রীতিমতো চাপে পড়তে চলেছে বিক্ষুব্ধরা। কারণ শিন্ডে সহ বিক্ষুব্ধদের দাবি ছিল শিব সেনা হিন্দুত্বের আদর্শে লড়াই করছে না। কিন্তু উদ্ধব এদিন যা বললেন তাতে অকেজো হয়ে যাচ্ছে শিন্ডের দাবি। পাশাপাশি শিবসেনার তরফে জানা গিয়েছে, অনেক বিধায়কই নাকি ইতিমধ্যেই নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁরা আলচনায় বসতে চান। এখন দেখার বিষয় কতজন বিধায়ক এই আলোচনায় যোগ দেন।



















































































































































