বড়বাজারে উদ্ধার সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা

0
1

বিদেশ থেকে অবৈধ ভাবে আনা সোনা উদ্ধার হল বড়বাজারে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালায় শুল্ক দফতর। সেখান থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। কে বা কারা এই পাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত, কোথা থেকেই বা এল এত সোনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- মোবাইলে প্রতারণা বন্ধে তৎপর হচ্ছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর, জানালেন মানস

বড়বাজারের ওই দোকানে সন্ধান চালিয়ে মেলে ৯,০২০.৪৬ গ্রামের সোনা। এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন আধিকারিকরা। তাঁরা জানান, এই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। কোথা থেকে এই সোনা এল এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচারচক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে।