পরের মরশুমে কি বাংলার (Bengal) কোচ থাকছেন অরুণ লাল (Arun Lal)? রঞ্জিট্রফির (Ranji Trophy) সেমিফাইনাল থেকে বাংলা ছিটকে যাওয়ার পর থেকেই এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে বাংলার ক্রিকেট মহলে। এমনকি এই প্রশ্নের উত্তর জানেন না স্বয়ং অরুণ লালও। এদিন এক সংবাদমাধ্যমে অরুণ লাল বলেন,আমি এখনও জানি না পরের মরশুমে বাংলা কোচ হিসাবে থাকব কি না। জুন মাসের শেষে সিএবি-তে যাব কর্তাদের সঙ্গে দেখা করার জন্য।

এদিন এক সংবাদমাধ্যমে অরুণ লাল বলেন,” আমি এখনও জানি না পরের মরশুমে বাংলা কোচ হিসাবে থাকব কি না। সিএবি জানাবে সেটা। সিএবি সচিব এখন ব্যস্ত আছেন। এই মাসের শেষে সিএবি-তে যাব তাঁর সঙ্গে দেখা করতে। তখন কথা হবে।”
সূত্রের খবর, রঞ্জিট্রফির সেমিফাইনালের মতো ম্যাচের আগে নাকি কোনও পরিকল্পনাই করেননি বাংলার কোচ। এমনকি শোনা যাচ্ছে ক্রিকেটাররাও নাকি কোচ হিসাবে অরুণ লালকে নিয়ে খুব একটা খুশি নন। যদিও এমন অভিযোগ মানতে নারাজ অরুণ লাল। তিনি বলেন ক্রিকেটারদের নিয়ে খুশি তিনি। এই নিয়ে অরুণ লাল বলেন, “ছেলেরা ভাল খেলেছে। আমি ওদের নিয়ে খুশি। এতগুলো প্রতিযোগিতায় আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলেছি। ধারাবাহিকতা রয়েছে বলেই সেটা সম্ভব হয়েছে।”
আরও পড়ুন:Zaheer Abbas: আইসিইউতে ভর্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস




















































































































































