Corona update: বেলাগাম করোনা, একদিনে ৫৫ শতাংশ বাড়ল সংক্রমণ 

0
2

নিয়ন্ত্রণে আসছে না করোনা (Corona), উদ্বেগ বাড়িয়ে দেশে সক্রিয় কেসের সংখ্যা ছাড়াল ৮০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণও(Active case)।

মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১২,২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৫৫ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৬৮৭। আর এতেই চিন্তায় ঘুম উড়েছে বিশেষজ্ঞদের। উদ্বেগজনক ছবি মুম্বাই ও দিল্লিতে।স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় মৃত ১৩ জন। দেশে এখনও পর্যন্ত  মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩। মারণ ভাইরাসকে হালকা ভাবে নেওয়ার জেরেই ফের তা মাথাচাড়া দিচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসক মহলে।

পাশাপাশি সুস্থতার হার বেশ স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার ৫৫ জন করোনাকে জয় করেছেন।এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৪৫ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।