বৃষ্টি মাথায় ছেলের সঙ্গে ফুটবলে মাতলেন আমির, ভাইরাল ভিডিও

0
1

বর্ষায় বৃষ্টিতে ভিজে ফুটবল (Football) খেলার মজাই আলাদা। আমজনতা থেকে তারকা- এই আনন্দে মজতে চান অনেকেই। সম্প্রতি বৃষ্টিতে ফুটবল খেলতে দেখা গেল মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Amir Khan) ও তাঁর ছেলে আজাদকে (Azad)। মাঠে নয়, নিজের আবাসনের নীচেই তুমুল বৃষ্টিতে ফুটবল নিয়ে মাতলেন পিতা-পুত্র।

মুম্বইয়ে ঢুকেছে বর্ষা। প্রায় দিনই ভিজছে বাণিজ্য নগরী। আর সেই বৃষ্টিতে ফুটবল খেলার মজা উপভোগ করলেন বলিউড তারকা আমির। বাবা-ছেলের এই ফুটবল খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘লাল সিং চাড্ডা ‘। সেখানে আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে। সেই ছবির প্রচারে তাঁকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। তবে, ছেলের সঙ্গে বৃষ্টির দিন ফুটবল খেলা নেহাতই মজা বলে মনে করছেন নেটিজেনরা।