?সেনসেক্স ৫১,৮২২.৫৩ (⬇️ -১.৩৫%)
?নিফটি ১৫,৪১৩.৩০ (⬇️ -১.৪৪%)
দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও লাগাতার ধাক্কা খাচ্ছে বাজার। বুধবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন এক ধাক্কায় ৭০৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ২২৫ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।
এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৭০৯.৫৪ পয়েন্ট বা -১.৩৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৮২২.৫৩। এনএসই নিফটি (NSE Nifty) -২২৫.৫০ পয়েন্ট বা -১.৪৪ শতাংশ নেমে হয়েছে ১৫,৪১৩.৩০।