গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। একাধিক শারীরিক সমস্যা নিয়ে SSKM হাসপাতালের ICU-তে ভর্তি রয়েছেন তিনি। করোনা (Corona) পরীক্ষা হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি।
আরও পড়ুন- সঙ্ঘের প্রস্তাব: রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের ঘাটতি পূরণে বিজেপির বাজি নাইডু
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন ৯২ বছরের তরুণ মজুমদার। এছাড়াও ফুসফুসের সমস্যা রয়েছে তাঁর। রয়েছে ডায়াবেটিসও। সোমনাথ কুণ্ডু ও সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দলে পরিচালককে পর্যবেক্ষণে রেখেছেন।
শ্বাসকষ্টের সমস্যা থাকায় কোভিড (COVID) পরীক্ষা করানো হয়েছে। বয়সের ভারে ন্যুব্জ হননি তরুণ মজুমদার। গত বিধানসভা নির্বাচনেও তাঁকে দেখা গিয়েছে বামদের প্রচার মঞ্চে। দ্রুত তাঁর সুস্থ হয়ে ওঠার কামনা করছেন অনুরাগীরা।












































































































































