মধ্যরাতে আক্রান্ত সুদীপ রায় বর্মন, ভর্তি বেসরকারি হাসপাতালে

0
1

তৃণমূল প্রার্থী পান্না দেবের পর এবার এবার দুস্কৃতি হামলায় আহত ৬, আগরতলার কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন!! বর্তমানে তিনি আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গভীর রাতে রাজধানীর উজান অভয়নগরে তাঁর উপর দুস্কৃতিরা হামলা করেছে বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে কীভাবে তিনি আক্রান্ত হলেন? কোথায় ছিলো তাঁর দেহরক্ষীরা? কেন সুদীপবাবু দেহরক্ষী ছাড়াই নির্বাচনের সময় গভীর রাতে বাইরে বেরোলেন?


আরও পড়ুন:সুরমায় অভিষেকের মঞ্চ ভাঙার চেষ্টা, রাত জেগে পাহারা দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা


জানা গিয়েছে রবিবার গভীর রাতে সুদীপ রায় বর্মন জানতে পারেন উজান অভয়নগর এলাকায় কংগ্রেস সমর্থকদের উপর দুষ্কৃতীরা হয়েছে। এরপর রাতেই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গেলে তাঁর উপরও হামলা হয় বলে অভিযোগ। আহত সুদীপ রায় বর্মনকে রাতেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলেই জানা গিয়েছে। সবমিলিয়ে উপনির্বাচনের আগে রাজনৈতিক অশান্তিতে উত্তর ত্রিপুরা।