জুলাইয়ে ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন, ঘোষণা অভিষেকের

0
1

পাখির চোখ 2023-এর বিধানসভা নির্বাচন। সংগঠন আরও মজবুত করতে জুলাই মাসে ত্রিপুরায় দলীয় কার্যালয় এবং সদস্যপদ গ্রহণের কাজ শুরু করবে তৃণমূল। সোমবার, আগরতলায় সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। উপনির্বাচনের প্রচারে ত্রিপুরা (Tripura) গিয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, জুলাই মাসে তৃণমূলের কার্যালয় উদ্বোধন করা হবে।

এরা আগের ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস গিয়েছিল। তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে ত্রিপুরার মাটি কামড়ে পড়ে আছে তৃণমূল। বারবার তৃণমূলের নেতা-কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে তাঁর কনভয়ে হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু তাও জমি ছাড়েনি তৃণমূল। ফল মিলেছে পুরভোটে। অন্যান্য বিরোধীদলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। এই পরিস্থিতিতে 2023 বিজেপিকে ত্রিপুরা-ছাড়া করার টার্গেট জোড়া ফুল শিবিরের। আর সেই লক্ষ্যেই জুলাই মাসে ত্রিপুরায় হচ্ছে তৃণমূলের কার্যালয়। একইসঙ্গে সদস্যপদ গ্রহণের কাজও শুরু হবে।