বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

0
3

প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতে বিহারে ১৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা গেছে। গত কয়েকদিন ধরে প্রবল ঝড় বৃষ্টি ও সেইসঙ্গে বজ্রপাত হচ্ছে বিহারে। তবে গত কয়েকদিনে মৃত্যুর ঘটনা ঘটেনি‘। রবিবার বিরাট এলাকা জুড়ে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ভাগলপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে ৩ জন, বাঙ্কায় ২ জন, খাগাড়িয়ায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জন করে মৃত্যু খবর এসেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দানের কথাও জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেল এ বিহারের মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের নিরীহ বাসিন্দাদের এভাবে মৃত্যুর ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত।  মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।