বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী! ‘অগ্নিবীর’দের নিয়ে চূড়ান্ত অপমানজনক মন্তব্য বিজয়বর্গীয়র, নিন্দার ঝড় সবমহলে

0
1

‘অগ্নিবীর’ প্রকল্পের মাধ্যমে দেশের যুব সমাজকে অনিশ্চিয়তা মধ্যে ফেল দিয়েছে মোদি সরকার। এবার সেই ‘অগ্নিবীর’দের সম্পর্কে চূড়ান্ত অপমানজনক মন্তব্য করলেন বিজেপির (BJP) সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya)। চার বছর কাজের পরে কোথায় যাবেন ‘অগ্নিবীর’রা? এই অনিশ্চিয়তাতেই রাতে ঘুম উড়েছে তাঁদের। অথচ এই বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্য করলেন বিজেপি নেতা। বলেন, “যখন সে সেনা থেকে বেরবে, তখন তার হাতে ১২ লাখ টাকা হবে। বুকে অগ্নিবীরের তকমা লাগিয়ে সে ঘুরতে পারবে। যে কোনও অফিসে… যদি এই বিজেপির অফিসেই আমাকে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হয়, তাহলে আমি অগ্নিবীরকে অগ্রাধিকার দেব। আপনাদেরও নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হলে তাদের অগ্রাধিকার দিতে পারেন।“
অর্থাৎ দেশের সেনা জওয়ান হিসেবে প্রাণের বাজি রেখে যুদ্ধ ক্ষেত্রে লড়াই করার পুরস্কার বিজেপি-র পার্টি অফিসে নিরাপক্ষী! কোনও কাজই ছোট নয়। কিন্তু একজন তরুণ, সেনা প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে কাজ করার পরে রাজনৈতিকদলের অনুগ্রহে কেন চাকরি করবে? অর্থাৎ বিজেপি নেতারা নিজেরাও বুঝছেন, যে ‘অগ্নিবীর’ (Agnibir)দের পরবর্তী ক্ষেত্রে কর্মসংস্থানে সমস্যা হবে। সেই কারণেই কি আগেভাগে একটি চাকরির ‘টোপ’ দেওয়া হল!

আরও পড়ুন- প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজই ত্রিপুরায় অভিষেক, কাল সুরমায় সভা
কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। প্রশ্ন উঠেছে, অগ্নিবীরদের ভবিষ্যত নিয়ে কী ভাবছে না কেন্দ্রীয় সরকার? অগ্নিবীররা দেশের সেবা করার পর কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন? অগ্নিবীরদের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের ঘোষণা করেছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক। অগ্নিবীরদের জন্য সিএপিএফ এবং অসম রাইফেলসের চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। উপকূলরক্ষী বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১৬টি সংস্থার চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। বিজেপি নেতার মন্তব্যের পরে এগুলো শুধুই গাল ভরা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অনেকে।