সোমনাথ বিশ্বাস (আগরতলা):
প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজ, রবিবার ফের ত্রিপুরায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আগরতলায় এসে পৌঁছবেন তিনি। এরপর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আগামিকাল, সোমবার সুরমায় দলীয় প্রার্থী অর্জুন নমশূদ্রর সমর্থনে একটি সভা হওয়ার কথা আছে অভিষেকের।
এদিকে ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত। তার মধ্যেই উপনির্বাচনের প্রচারে দ্বিতীয় দফায় ত্রিপুরা আসছেন অভিষেক। এর আগে গতসপ্তাহে ৬,আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সনর্থনে প্রচারে এসে ঐতিহাসিক রোড-শো এবং একটি বিরাট সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অন্যদিকে, সুরমায় অভিষেকের সভার জন্য তৃণমূলের তরফে সমস্ত আয়োজন কার্যত সেরে ফেলা হয়েছে। বৃষ্টির মধ্যেই শান্তিবাজারে মঞ্চও তৈরি হয়ে গিয়েছে। তবে সুরমায় অভিষেকের সভার পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। সোমবারের আবহাওয়া কেমন থাকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসনের তরফে আবার আবহাওয়ার দোহাই দিয়ে অভিষেকের সভা নিয়ে কিছুটা আপত্তি তোলা হচ্ছে বলে খবর।
অন্যদিকে, আগরতলায় সোমবার সকাল ১১টা নাগাদ অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হবেন। তারপর সুরমার উদ্দেশ্য রওনা হবেন তিনি। সুরমায় অভিষেকের সভাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই শান্তির বাজার এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানারে মুড়ে ফেলা হয়েছে।
 অভিষেকের বক্তব্য শোনার জন্য স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মী-সমর্থমরা প্রবল আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন।











 
 
 
 
 
 
 
 































































































































