কেকে-র (KK) শেষ অনুষ্ঠান হয় কলকাতা নজরুল মঞ্চে। আর সেটা হয়েছিল গুরুদাস কলেজের ফেস্টে। কিন্তু কেকে-র মতো জনপ্রিয় শিল্পীকে আনতে যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছিল, তা এলো কোথা থেকে? প্রশ্ন তুললেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। বরানগরে টিএমসিপির (TMCP) তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কেকে-র অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’ সৌগত রায়ের মতে, “এই টাকার জন্য সারেন্ডার করলাম। হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে?”

৩১ মে নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানের পরে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কেকে-র। জনপ্রিয় গায়কের মৃত্যুর পরে নানা প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে কলেজ ফেস্টের জন্য এই বিপুল অঙ্কের টাকার উৎস নিয়েও। এবার সেই একই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ।











































































































































