আজ ১৯ জুন। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পিতৃদিবস (Happy Father’s Day 2022) । সোশ্যাল মিডিয়ায় সকলেই পালন করছেন এই দিনটিকে। বাবাই যে জীবন যুদ্ধে আসল হিরো, তা প্রকাশ করছে সকলেই। সাধারণের মতন সেলিব্রিটিরাও সকলেই বাবা বন্দনায় ব্যস্ত। পিতৃদিবস পালন করতে বাঁদ গেলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ( SachinTendulkar), বীরেন্দ্র সেহবাগ (Virender Shewag), হরভজন সিং (Harbhajan Sinhg) থেকে যুবরাজ সিং (Yuvraj Singh)। সোশ্যাল মিডিয়ায় পিতৃদিবস পালন করলেন তাঁরা।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে সচিন তাঁর স্বর্গীয় বাবা রমেশ তেন্ডুলকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সেখানে সচিন লিখেছেন, “সকল শিশুর কাছেই তার বাবা প্রথম সুপার হিরো। আমিও ব্যতিক্রম নই। তিনি আমায় যা শিক্ষা দিয়েছিলেন তা আজও মনে রেখেছি। একই সঙ্গে এও মনে রেখেছি যে, আমার প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসার কথা এবং কীভাবে তিনি আমাকে নিজের জন্য রাস্তা খুঁজে নেওয়ার পথ দিয়েছিলেন।”
Every child's first Hero is his father. I was no different. Even today, I remember what he taught me, his unconditional love & how he let me find my own path. Happy Father's Day everyone!#FathersDay pic.twitter.com/fgWQPr8jc6
— Sachin Tendulkar (@sachin_rt) June 19, 2022
বীরেন্দ্র সেহবাগান লিখেছেন,” বাজারে সব পাওয়া যায় শুধু বাবা-মায়ের ভালবাসা পাওয়া যায় না।”
बाजार में सब कुछ मिलता है,
बस माँ बाप का प्यार नहीं मिलता !
#BaapBaapHotaHai #FathersDay pic.twitter.com/CEV8aKVDT8— Virrender Sehwag (@virendersehwag) June 19, 2022
আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং লিখেছেন,” একজন ভালো মানুষকে বাবা ডাকা থেকে দুই বাচ্চার বাবা ডাক শোনা! এই যাত্রাটাই অসাধারণ।”
From being a son of a great father to being a father of 2 amazing children, it has been an amazing journey! To all the fathers out there, #HappyFathersDay! You are all superheroes 🙌🏻 pic.twitter.com/cmCcyT4dLP
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 19, 2022
ওপর দিকে আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং পিতৃদিবস পালন করলেন একটু অন্য রকমভাবে। এদিন তাঁর পুত্র ওরিয়ন কিচ সিং-এর ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, মা বাবা দুইজনই তোমাকে ভালোবাসে।”
Welcome to the world 𝗢𝗿𝗶𝗼𝗻 𝗞𝗲𝗲𝗰𝗵 𝗦𝗶𝗻𝗴𝗵 ❤️. Mummy and Daddy love their little “puttar”. Your eyes twinkle with every smile just as your name is written amongst the stars ✨ #HappyFathersDay @hazelkeech pic.twitter.com/a3ozeX7gtS
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 19, 2022
আরও পড়ুন:Harmanpreet Kaur: ‘আগে দু’জন অধিনায়ক থাকায় সিদ্ধান্ত দু’রকম হত,’ দলের অসুবিধা হত’, বললেন হরমনপ্রীত