সোমবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে , কমবে উত্তরে

0
1

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে । কমবে উত্তরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে।

মৌসুমী অক্ষরেখা ভাবনগর- দুর্গ -কলিঙ্গপত্তনম হয়ে একেবারে হলদিয়া- বর্ধমানের উপর দিয়ে দুমকা থেকে মোতিহারি পর্যন্ত বিস্তৃত। আগামী দু দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশ, ঝাড়খন্ড এবং বিহারসহ পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা ছাড়াও সক্রিয়
হয়ে উঠেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে এই বায়ু অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠেছে।

এছাড়াও একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে হরিয়ানা এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পশ্চিম ভারতেও সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় আগামী সপ্তাহ থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।