স্বচ্ছ ভারত অভিযান (Swachh Bharat Mission) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। সেটিকে তিনি সার্থকভাবে একটি জন আন্দোলনে পরিণত করেছেন। রবিবার সকালে দিল্লিতে নিজেই আবর্জনা সাফাই করে আবারও স্বচ্ছ ভারতের প্রতিজ্ঞা পুরণ করলেন। জনপ্রিয় নেতার সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এদিন ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোরের অধীনে নির্মিত সদ্য চালু হওয়া আইটিপিও ভূগর্ভস্থ পথ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেই সময়েই মাটিতে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করতে দেখা যায় মোদিকে। পিএমও টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, টানেল দিয়ে হাঁটতে হাঁটতে চারদিকে পড়ে থাকা খালি বোতল, খালি প্যাকেট নিজের হাতে কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলছেন তিনি।