প্রেমের জালে ইঞ্জিনিয়ার, প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি পাচার পাকিস্তানে

0
3

প্রেমের ফাঁদে পড়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠল ডিআরডিও’র (DRDO) এক ল‌্যাব ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) মিসাইল প্রোগ্রামের গোপন নথি পাকিস্তানের এক গুপ্তচরের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল দুক্কা মল্লিকার্জুন রেড্ডির (Mallikarjuna Reddy Dukka)বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল।

কী করে পাচার হল দেশের প্রতিরক্ষামন্ত্রকের এত গুরুত্বপূর্ণ নথি? পুলিশের দাবি, আমেরিকার প্রতিরক্ষা সম্পর্কিত একটি জার্নালের সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক মহিলা সদস‌্যা মল্লিকার্জুনের সঙ্গে বছর দু’য়েক আগে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করেন। তদন্তকারী অফিসারদের অনুমান ওই মহিলা গুপ্তচর ইচ্ছে করেই প্রেমের সম্পর্ক তৈরি করেছিলেন ডিআরডিও’র ল‌্যাব ইঞ্জিনিয়ারের সঙ্গে। তিনি একাধিক নাম ব্যবহার করেছেন আর আগেও। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা যায়। বছর দুয়েক আগে অর্থাৎ ২০২০ সালে বালাপুরে রিসার্চ সেন্টার ইমারতে (RCI) ডিফেন্স রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট ল‌্যাবরেটরির (DRDL)মিসাইল প্রকল্পের ছবি ও তথ‌্য, ওই নাতাশা ওরফে সিমরন চোপড়া ওরফে অমিশা আড্ডি নামের মহিলাকে পাঠান মল্লিকার্জুন। এরপরই তৎপর হয় প্রতিরক্ষা মন্ত্রক। অভিযুক্ত দুক্কা মল্লিকার্জুন রেড্ডিকে (Mallikarjuna Reddy Dukka) হায়দরাবাদের মিরপেট থেকে শুক্রবার গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের স্পেশাল অপারেশনস টিম। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের বাড়ি থেকে দু’টি মোবাইল ফোন, ল‌্যাপটপ, একটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।