Arun Lal: ‘ব‍্যাটাররা রান পায়নি, তাই মধ‍্যেপ্রদেশের বিরুদ্ধে হার,’ বললেন বাংলার কোচ অরুণ লাল

0
1

মধ‍্যপ্রদেশের (Madhya Pradesh) কাছে হেরে রঞ্জিট্রফির (Ranji Trophy) সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলা (Bengal)। সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে ১৭৪ রানে হারে অভিমুন‍্য ঈশ্বরনরা। আর এই হারের কারণ হিসাবে ব‍্যাটারদের রান না পাওয়াকে তুলে ধরলেন বাংলার কোচ অরুণ লাল (Arun Lal)। বললেন, প্রথম ইনিংসে পঞ্চাশ রানের মধ্যে পাঁচ উইকেট চলে যায়। ওখানেই মুশকিল হয়ে যায়।

ম‍্যাচ হারের পর অরুণ লাল বলেন,” প্রথম ইনিংসে পঞ্চাশ রানের  মধ্যে পাঁচ উইকেট চলে যায়। ওখানেই মুশকিল হয়ে যায়। মনোজ এবং শাহবাজ শতরান করেছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ব্যাটিং কেন এমন হল বুঝতে পারছি না। তার মধ‍্যে টস হারাটাও কাল হয়েছে। এই পিচে শেষ ইনিংসে ব্যাট করা খুব কঠিন। ওদের বোলাররা ভাল বল করেছে। আমাদের থেকে মধ্যপ্রদেশ ভাল খেলেছে, তাই জিতেছে।”

ম‍ধ‍্যপ্রদেশের বোলাররা যে ভালো বল করেছে তা স্বীকার করেন অরুণ লাল। মধ্যপ্রদেশের স্পিনারদের প্রশংসায় বাংলার কোচ বলেন, “ওদের স্পিনাররা আমাদের থেকে অনেক বেশি ধারাবাহিকতা দেখিয়েছে। প্রথম ইনিংসে ওরা ভাল বল করেছে। আমরা সেটা করতে পারিনি।”

আরও পড়ুন:Mumbai Ranji Trophy: যশস্বী’র ব‍্যাটে ভর করে রঞ্জিট্রফির ফাইনালে মুম্বই