রেকর্ড বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত জুড়ে। ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ সহ গোটা উত্তরপূর্ব ভারত জুড়েই। অসম ও মেঘালয়ে নতুন করে ২২ জনের মৃত্যুর খবর এসেছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী চেরাপুঞ্জি ও মৌসিনরামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে । এক দিনে অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে বৃষ্টি হয়েছে ১০০৩.০৬ মিলিমিটার। যা ইতিমধ্যেই বৃষ্টির সর্বোচ্চ রেকর্ড করেছে। অন্য দিকে পার্শ্ববর্তী চেরাপুঞ্জিতেও প্রবল বৃষ্টি হচ্ছে। সেখানে শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯৭২ মিলিমিটার। যা ভেঙে দিয়েছে গত ২৭ বছরের রেকর্ড।
অসমে বৃষ্টি ও বন্যার কারণে প্রবল ধস নেমেছে । হোজাই, নলবারী, ধুবরি, কামরূপ, কোকড়াঝাড়, সোনিতপুর জেলা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত সরকারি হিসাব অনুসারে অসমের মোট ২৮ জেলার ১৯ লক্ষ মানুষ বন্যায় ক্ষতির মুখে পড়েছেন। ধসের খবর পাওয়া গিয়েছে ডিাম হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরূপ ও মরিগাঁও এলাকায়। ব্রহ্মপুত্র, কোপিলি, মনস, জিয়া-ভরলি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রবল বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে লোয়ান সুবাংসিড়ি হাইড্রলিক পাওয়ার প্রজেক্টের কাজও । বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । শিলচর, গুয়াহাটি, শিলং ও আগরতলার মধ্যে যোগাযোগ ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত ২ হাজার ৯৩০টি গ্রামে প্রায় ১ লক্ষ ৬ হাজার ৬৭৭ জনকে ৩৬৩টি আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।










 
 
 
 
 
 
 
 

































































































































