সম্ভবত চলতি বছরের শেষেই জম্মু-কাশ্মীরে ভোট সেরে ফেলতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই উপত্যকায় বিধানসভা নির্বাচন হবে । কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে দিয়েছে। । দ্রুত সেই কাজ শেষ করতেও বলা হয়েছে। সম্ভবত আগামী ৩১ অগাস্টের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে । এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন । যদিও ভোটের নির্ঘণ্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেই খবর।
শুক্রবার মহারাজা গুলাব সিংহের রাজ্যাভিষেকের ২০০তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ বলেন, উপত্যকায় সীমানা পুনর্বিন্যাসের কাজ চলছে । সেই কাজও প্রায় শেষের মুখে । হয়ে গেলেই ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগে জম্মুতে ৩৭টি এবং কাশ্মীরে ৪৬টি বিধানসভা আসন ছিল। কিন্তু সীমানা পুনর্বিন্যাসের ফলে জম্মুতে ৪২ এবং কাশ্মীরে ৩৭টি আসন হয়েছে। এর ফলে জম্মু ও কাশ্মীরে মোট ৯০টি বিধানসভা কেন্দ্র হয়েছে।
জম্মু-কাশ্মীরে শেষ নির্বাচন হয়েছিল ২০১৪ সালের মে মাসে। সেখানে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি। ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল ১৫টি। কংগ্রেস ১২টি এবং অন্যান্যরা ৭টি আসন । বিজেপি এবং পিডিপি যৌথ ভাবে ম্যাজিক সংখ্যা ৫৩-য় পৌঁছেছিল।