হাসপাতালে অব্যবস্থার অভিযোগ, পাভলভের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর

0
2

রাজ্যের অন্যতম মানসিক হাসপাতাল পাভলভে (Pavlov Hospital) অব্যবস্থার অভিযোগ। হাসপাতালের সুপারকে শোকজ (Show Cause) করল স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষকদল হাসপাতাল (Hospital) পরিদর্শন করে। সেখানেই উঠে আসে অব্যবস্থার ছবি।

অভিযোগ, হাসপাতালের দুটি ঘর তালাবন্ধ। এক একটি ঘরে ১৩-১৪জন মহিলাকে একসঙ্গে রাখা হয়েছে। তাঁদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা হয় না। অপরিচ্ছন্নভাবে দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হয়। রোগীদের দেখতে কোনও সিনিয়ার ডাক্তার বা নার্স থাকেন না। কার্যত ইন্টার্ন (Intern) দিয়ে চলছে রাজ্যের অন্যতম মানসিক হাসপাতাল। এই রিপোর্টে চরম অস্বস্তিতে পাভলভ কর্তৃপক্ষ। সুপারকে শোকজ করা হয়েছে।