না এবারও হলো না। তীরে এসে তরি ডুবল বাংলার (Bengal)। দারুণ শুরু করলেও শেষ অবধি রঞ্জিট্রফির (RanjiTrophy) সেমিফাইনালেই ছিটকে গেল বাংলা দল। রঞ্জিট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের ( Madhya Pradesh) কাছে ১৭৪ রানের বড় হার হজম করল অভিমুন্য ঈশ্বরন, মনোজ তিওয়ারিরা।

রঞ্জি সেমিফাইনালে শেষ ইনিংসে ৩৫০ রানের লক্ষ্য ছিল বাংলার সামনে। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৭৫ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলা। প্রথম বলেই উইকেট দেন অভিষেক রামন। সুদীপ ঘরামি করেন ১৯ রান। বাংলার হয়ে লড়াই চালান অভিমুন্য ঈশ্বরন। ৭৮ রান করেন তিনি। অভিষেক পোড়েল করেন ৭ রান। মনোজও করেন ৭ রান। আর শনিবার শুরুতেই ফিরে যান অনুষ্টুপ মজুমদার। মাত্র ৮ রান করেন তিনি। মধ্যপ্রদেশের হয়ে পাঁচ উইকেট নেন কুমার কার্তিকেয়। ৩ উইকেট নেন গৌরভ যাদব। দুটি উইকেট নেন সারান্স জৈন।
রঞ্জির সেমিফাইনালে শুরু থেকেই চাপে ছিল বাংলা। প্রথম ইনিংসে হিমাংশু মন্ত্রীর শতরানের দাপটে ৩৪১ রান তোলে মধ্যপ্রদেশ। জবাবে বাংলা শেষ হয়ে যায় ২৭৩ রানে। মধ্যপ্রদেশ লিড পেয়ে যায় ৬৮ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশের ব্যাটাররা দাপট দেখায় বাংলার বোলারদের উপর। বাংলার স্পিনাররা দ্বিতীয় ইনিংসে ন’উইকেট নিলেও ততক্ষণে দেরি হয়ে যায়। বাংলার মাথার উপর ৩৫০ রানের বোঝা চাপিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ। সেই চাপ নিতে পারল না বাংলার ব্যাটারা। যার ফলে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল অরুণ লালের দলকে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস




















































































































































