রবিবার মেট্রোর সূচিতে বদল, প্রথম ট্রেন ছাড়ার সময় এগলো

0
1

আগামী ১৯ জুন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা (West Bengal Civil Service Priliminary Exam)। আর সেই কারণে ওইদিন সকাল সাড়ে আটটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা।পরীক্ষার্থীদের সুবিধার জন্য দিনের প্রথম পরিষেবার সময় বদল করল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ নিঃশব্দ বিপ্লব! প্রচার বিমুখ সাংসদ অভিষেক প্রকাশ করতে চলেছেন কাজের খতিয়ান

রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোটি ছাড়বে সকাল সাড়ে আটটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য প্রথম মেট্রোও রওনা দেবে একই সময়ে। পাশাপাশি দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনেও সাড়ে আটটা থেকেই মেট্রো চলবে। যদিও দিনের শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো জানিয়েছে, ওইদিন ১৩০টি ট্রেনের পরিবর্তে ১৩৪টি ট্রেন চালানো হবে। আপ এবং ডাউনে চলবে ৬৭টি করে ট্রেন। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১২৯টি ট্রেন।