রঞ্জিট্রফির ( Ranji Trophy) চতুর্থ দিনে চাপে বাংলা (Bengal)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে জিততে হলে অভিমুন্য ঈশ্বরণদের দরকার ২৫৪ রান। হাতে রয়েছে ছয় উইকেট। দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ৯৬।

চতুর্থ দিনে বোলাররা পরিস্থিতি হাতের বাইরে যেতে দেননি। প্রতিকূল পরিস্থিতিতেও মধ্যপ্রদেশকে বেঁধে রাখেন শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামানিক। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশকে ২৮১ রানে বেঁধে দেয় বাংলা। বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক উইকেট নিয়ে বাংলাকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা। শাহবাজ নেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় বার পাঁচ উইকেট নিলেন তিনি। আর প্রদীপ্ত প্রামাণিক নেন চার উইকেট। বাংলার দুই স্পিনাররা চতুর্থ দিনের সকালে বাংলাকে লড়াইয়ের জায়গা তৈরি করে দেন। যদিও ম্যাচে একাধিক ক্যাচ না ফেললে আরও আগেই মধ্যপ্রদেশকে শেষ করে দিতে পারত অরুণ লালের দল। মধ্যপ্রদেশের হয়ে ৭৯ রান করেন রজত পতিদার। ৮২ রান করেন আদিত্য শ্রীবাস্তব।
৩৫০ রানে লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। শূন্য রানে আউট হন অভিষেক রমন। ১৯ রানে আউট হন সুদীপ ঘরামি। ৭ রান করেন অভিষেক পোড়েল। ৭ রানে আউট হন মনোজ তিওয়ারি। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অভিমুন্য ঈশ্বরণ এবং অনুষ্টুপ মজুমদার। ৫২ রানে অপরাজিত অভিমুন্য। ৮ রানে অপরাজিত অনুষ্টুপ। ম্যাচে এদিন আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। রিভিউ না থাকায় দুই দলের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:Sathiyan Gnanasekaran: দুরন্ত সাতিয়ান, হারিয়ে দিলেন বিশ্বের ৬ নম্বর খেলোয়াড়কে




















































































































































