Sathiyan Gnanasekaran: দুরন্ত সাতিয়ান, হারিয়ে দিলেন বিশ্বের ৬ নম্বর খেলোয়াড়কে

0
4

দুরন্ত ছন্দে ভারতের সাতিয়ান গণেশেকরণ (Sathiyan Gnanasekaran)। এদিন জাগ্রেবে বিশ্ব টেবিল টেনিস কন্টেনডারের (WTT Contender 2022) দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়ে দিলেন বিশ্বের ছয় নম্বর জর্গিচ ডার্কোকে (Jorgic Darco)। সাতিয়ান জর্গিচকে হারিয়ে দেন ৩-১। এদিন জর্গিচকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড়।

ম‍্যাচে এদিন প্রথম গেমটা ৬-১১ হারেন সাতিয়ান। তবে পরের তিনটে গেমে আর বিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতীয় এই খেলোয়াড়। প্রথম সেটে হারের পরেও সাতিয়ান দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসেন এবং জিতে নেন। একই সঙ্গে তিনি পৌঁছে যান প্রতিযোগিতার প্রিকোয়ার্টার ফাইনালে। জর্গিচ বর্তমানে ইউরোপীয় চ্যাম্পিয়ন। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে এই জয়ের পর টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সাতিয়ান।

এদিন টুইটার সাতিয়ান লেখেন, “সব অস্ত্রগুলোর সঠিক ব্যবহার করে একটা বিরাট জয় নিশ্চিত করেছি। বিশ্বের ছয় নম্বর এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন জর্গিচ ডার্কোকে ৩-১ সেটের ব্যবধানে হারাতে পেরেছি।”

আরও পড়ুন:World Cup: ২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে তিন দেশে, ৩২ টি দলের বদলে অংশ নেবে ৪৮টি দল, জানিয়ে দিল ফিফা