বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড ( England)। এদিন একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ল ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) দল। নেদারল্যান্ডের (Netherlands) বিরুদ্ধে ইংল্যান্ড করল ৪ উইকেটে হারিয়ে ৪৯৮ রান। শতরান করলেন তিন ক্রিকেটার। এরা হলেন ফিলিপ সল্ট, মালান এবং জস বাটলার। সল্ট করেন ১২২ রান। মালান করেন ১২৫ রান। ১৬২ অপরাজিত থাকেন বাটলার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে নিজেদের বিশ্বরেকর্ডই টপকে গেল ইংল্যান্ড। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৯৮ রান করে ইয়ন মর্গ্যানের দল। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে এতদিন সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসও রয়েছে ইংরেজদের দখলে। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড করেছিল ৩ উইকেটে ৪৪৪ রান।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ৫০০ রানের গণ্ডি ছোঁয়ার হাতছানি ছিল ইংল্যান্ডের সামনে। তবে খুব কাছে গিয়েও থেমে যেতে হয় ব্রিটিশদের। তারা ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৯৮ রান সংগ্রহ করে। ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটিই এখন সর্বোচ্চ দলগত ইনিংসের বিশ্বরেকর্ড।