১) ভারতের সেই উমরান মালিককে মূল্যবান পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার অনরিচ নোর্টিজে। বলেছেন, শুধু মাত্র গতি দিয়ে কিছু হবে না। উইকেট চাই। কারণ দলকে ম্যাচ জেতাতে হবে। শুক্রবার চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।

২) চোটের কারণে আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। আর যা খবর, এবার আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেও ছিটকে জেতেন পারেন কে এল রাহুল। সূত্রের খবর, চোটের চিকিৎসার জন্য রাহুলকে জার্মানিতে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
৩) আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ৩৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। এই ৩৭ সদস্যের দলে রয়েছেন টোকিও অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ২৮ জুলাই থেকে ১০ আগাস্ট পর্যন্ত হবে এবারের কমনওয়েলথ গেমস।

৪) তৃতীয় শেষে মনোজ তিওয়ারি , শাহবাজ আহমেদের লড়াই মনে হচ্ছে কার্যত ব্যর্থ। রঞ্জিট্রফির তৃতীয় দিনে বোলারদের ব্যর্থতায় ব্যাকফুটে বাংলা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের রান ২ উইকেট হারিয়ে ১৬৩। ২৩১ রানে এগিয়ে তারা।

৫) ভারতকে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে তুলে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী পালন করলেন সুনীল ছেত্রীর। অনেকদিন আগেই জামাইষষ্ঠী পেরিয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় ছিল এএফসি এশিয়ান কাপের ম্যাচ। তাই জামাই ষষ্ঠী পালন করতে যেতে পারেননি সুনীল।
আরও পড়ুন:Morning news : ব্রেকফাস্ট নিউজ
















































































































































