Ankita Adhikari: বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা ফেরালেন পরেশ কন্যা অঙ্কিতা

0
2

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তির টাকা জমা দিলেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। শুক্রবার প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা জমা দিয়েছেন অঙ্কিতা। হাইকোর্টে এই বিষয়ে জানিয়েছেন অঙ্কিতা অধিকারীর আইনজীবী। বাকি টাকাও সময়মতো ফেরত দেবেন বলেও জানান তিনি।

কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। সম্প্রতি এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। এরপরই, এই মামলায় অঙ্কিতাকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অঙ্কিতাকে দুই কিস্তিতে ৪৩ মাসের বেতন ফেরতেরও নির্দেশ দেয় আদালত। সেইমতোই আজ তথা শুক্রবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তিতে ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ফেরত দিলেন মন্ত্রীকন্যা।

আরও পড়ুন- সারদা মামলায় রেহাই নিয়ে বিতর্কিত মন্তব্য: সুজনকে আইনি নোটিশ কুণালের