নিঃশব্দ বিপ্লব! প্রচার বিমুখ সাংসদ অভিষেক প্রকাশ করতে চলেছেন কাজের খতিয়ান

0
1

বছর পেরোলেই রাজ্যেজুড়ে পঞ্চায়েত নির্বাচন। গ্রামাঞ্চলের এই ভোট বাংলার রাজনীতির অন্যতম অক্সিজেন। অতীতে পঞ্চায়েত ভোটের ফলাফলের উপর বদলে গিয়েছে অনেক রাজনৈতিক সমীকরণ। আবার ঠিক তার পরেই দেশজুড়ে লোকসভা নির্বাচন। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের শাসক বিরোধী অন্যতম প্রধান মুখ হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল হতে চলেছে বিজেপি বিরোধী প্রধান বিকল্প শক্তি।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘‘নিঃশব্দ বিপ্লব’’ নিয়ে জোরচর্চা শুরু হয়েছে। যেখানে অভিষেক বন্দোপাধ্যায় প্রকাশ করবেন তাঁর সাংসদ হিসেবে “সাফল্যের খতিয়ান”, যা শনিবার দুপুরে বই আকারে প্রকাশ করা হবে। সাংসদ হিসেবে বিগত ৮ বছরে ডায়মন্ড হারবারের মানুষের জন্য ঠিক কী কী উন্নয়ন করলেন তিনি, সেই হিসেবই তুলে ধরবেন পুস্তিকা আকারে। আগামিকাল, শনিবার ১৮ জুন এই অনুষ্ঠান হতে চলেছে ডায়মন্ড হারবারের অন্তর্গত পৈলান যুবসঙ্ঘ মাঠে।

কিন্তু ‘’নিঃশব্দ বিপ্লব’’ কেন?

ডায়মন্ড হারবার তথা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের সংগঠন বা দলীয় কাজের যুক্ত স্থানীয় নেতৃত্ব, কর্মী, সমর্থকরা জানাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে ডায়মন্ড হারবারে গত ৮ বছরে উন্নয়নের জোয়ার বইছে। এমনকী, করোনা মহামারির সময় অভিষেক তাঁর সাংসদ এলাকার মানুষের জন্য কল্পতরু থেকে আর যা যা কাজ করেছেন, তা গোটা ভারতে বিরল। এছাড়াও তিনি
ডায়মন্ড হারবারের চেহারাটা বদলে দিয়েছেন। কিন্তু এই কাজ তিনি নিঃশব্দে করে গিয়েছেন। সেই কারণেই অনুষ্ঠানের নাম ”নিঃশব্দ বিপ্লব।’’

আরও পড়ুন- Ankita Adhikari: বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা ফেরালেন পরেশ কন্যা অঙ্কিতা