দিলীপ-লকেট ছাড়া দিব্যি হয়ে গেল বিজেপির সভা

0
3

বুধবার সভায় যোগ দেবেন বলে প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। বাঁকুড়া রওনা হওয়ার আগে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় জানলেন মঙ্গলবার সেই সভা হয়ে গিয়েছে। সেখানে বিজেপির সভার মূল আকর্ষণ ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাঁকুড়ার সভার উপলক্ষ ছিল, নরেন্দ্রী মোদি সরকারের আট বছর পূর্তি। হুগলির সাংসদ লকেট মোদি সরকারের আট বছর পূর্তি কর্মসূচির আহ্বায়ক এই রাজ্যে। অথচ তিনি কিছুই জানলেন না। তাঁকে পুরোপুরি অন্ধকারে রেখে কী ভাবে ওই সভা হয়ে গেল, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে।

রাজ্য বিজেপির একাংশ চাইছে, দিলীপ জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করুন। কিন্তু দিলীপ বঙ্গ রাজনীতিতেই থাকতে চান। অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্বের ‘সুনজরে’ নেই হুগলির সাংসদ। বাঁকুড়ার ঘটনা নিয়ে লকেট অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, কমিউনিকেশন গ্যাপের কারণে এ রকম ঘটনা ঘটতে পারে, ইচ্ছাকৃত নয়।