এবার রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হল। বুধবার প্রায় ২ হাজারের বেশি প্রার্থীর চাকরির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। যদিও এই সব পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বছর তিনেক আগে। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হল।
উল্লেখ্য, বিভিন্ন দফতরের সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট ও রিজিওনাল দফতরগুলোতে শূন্যপদ ছিল ৭২২৭ টি। জানা গিয়েছে, বুধবার প্রাথমিক পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। এই মেধা তালিকায় নাম আছে ২ হাজার ৩০৪ জনের। এর মধ্যে সেক্রেটারিয়েটে চাকরি পেলেন ৭৪৭ জন আর ডাইরেক্টরেটে চাকরি পেলেন ১৫৫৮ জন।
২০১৯ সালে এইসব শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। তারপর মেইনস ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হয়। পিএসসির তরফে জানা গিয়েছে, সেক্রেটারি পর্যায়ে ৭০০-এর বেশি শূন্যপদ রয়েছে। ডাইরেক্টরেট পর্যায়ে ১৪০০-এর বেশি ও রিজিওনাল পোস্টে ৪ হাজার ৫০০-এর বেশি শূন্যপদ রয়েছে।
বুধবার সেক্রেটারি ও ডাইরেক্টরেট পর্যায়ের ফল প্রকাশ হয়।
আর মাত্র২০ দিনের অপেক্ষা। তারপরই রিজিওনাল পোস্টের ফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





























































































































