শুক্রবারের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা

0
4

আরও ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরেই দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। তবে বর্ষা এলেও ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কম হলেও তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না।


আরও পড়ুন: ত্রিপুরা উপনির্বাচন: ব্যর্থতার খতিয়ান তুলে বিজেপিকে জনতার চার্জশিট তৃণমূলের


হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে। শুক্রবারের মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণেও। তবে যেহেতু এ বছর উত্তরবঙ্গে বর্ষার দাপট অত্যন্ত বেশি এবং আগামী কয়েক দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণ বঙ্গে বর্ষা আপাতত দুর্বল ভাবে থাকবে। ভারী বৃষ্টি হবে না।


অন্যদিকে, অতিবর্ষণে বেহাল উত্তরবঙ্গ ।বিপদসংকেতের উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। জারি হয়েছে হলুদ সতর্কতা।