পরিকল্পনা আগেই করেছিলেন। এবার তার বাস্তবায়নের পালা। সেইমতো ঐতিহাসিক দক্ষিণেশ্বর মন্দিরে আজ, বৃহস্পতিবার ‘লাইট অ্যান্ড সাউন্ড’এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:শুক্রবারের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা




গঙ্গাপাড়ে রানি রাসমনি দাসী প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর—মা ভবতারিণীর পুণ্যপীঠ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনস্থল। ভবতারিণী দর্শন থেকে শুরু করে, শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবীর সান্নিধ্যে দক্ষিণেশ্বর ভক্তদের কাছে এক পুণ্যপীঠ হয়ে উঠেছে। এই দক্ষিণেশ্বর মন্দিরে রোজ ভিড় জমান দেশ বিদেশের বহু মানুষ। ঠাকুরের পরিধেয় পবিত্র ধুতি, ভবতারিণী মায়ের খড়্গ আর রানি রাসমনির শ্বেতপাথরের সিংহাসন এইসকল জিনিস এখন ভক্তদের কাছে দর্শনীয় হয়ে উঠেছে। আর সেই সবকিছু দর্শনের সুযোগ করে দিতে উদ্যোগী হয়ে উঠেছে কেএমডিএ। মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই সংগ্রহশালার উদ্বোধন হতে চলেছে। দক্ষিণেশ্বর কুঠিবাড়িতে প্রজ্ঞাতীর্থ গ্রন্থাগার লাগোয়া বড় ঘরটিতে তৈরি হয়েছে এই সংগ্রহশালাটি।পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিবৃত্ত ‘মাতৃশক্তি’র প্রিমিয়ারেরও উদ্বোধন করবেন মমতা। দেবালয়ের নাটমন্দিরে আলো ও ধ্বনির সমন্বয়ে কালী বৃত্তান্ত এখনও থেকে ভক্তরা নিয়মিত প্রত্যক্ষ করতে পারবেন বলে মন্দির ও অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরি।


প্রসঙ্গত, এতদিন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়া ছাড়া সারদা ও রামকৃষ্ণের ঘর এবং নাট মন্দির, ভোগঘর, অতিথিশালা, বলিদানের স্থান, দপ্তরখানা,পঞ্চবটি দর্শন করতে পারতেন ভক্তরা। কিন্তু সেখানে রানি রাসমনি দাসী এবং ঠাকুরের স্মৃতিবিজড়িত কোনও সামগ্রীর নির্দিষ্ট কোনও সংগ্রহশালা ছিল না।তবে এবার সংগ্রহশালা উদ্বোধন করায় সেই সাধ ভক্তদের মিটবে বলেই আশা করছেন দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ।






































































































































