Manoj Tiwary: রঞ্জিতে ফের শতরান মনোজের, শতরানের পরই স্ত্রী এবং পুত্র উদ্দেশে ভালোবাসার বার্তা মন্ত্রী মশাইয়ের

0
3

ফের শতরান মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। রঞ্জিট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে ঝারখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন মনোজ। আর এবার সেমিফাইনালে মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে শতরান করলেন মন্ত্রী মশাই। ১০২ রান করলেন তিনি। আর শতরানের পরই স্ত্রী সুস্মিতা এবং পুত্র ইউভানের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মনোজ।

বুধবার দিনের শেষে ৮৪ রানে অপরাজিত ছিলেন মনোজ। বৃহস্পতিবার করলেন শতরান। শতরানের পরই গোটা বাংলা দল তাঁর জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল সাজঘর থেকে। আর সেই সময় মনোজ একটি কাগজ বার করেন পকেট থেকে। সেই কাগজে স্ত্রী এবং ছেলেকে ভালবাসার বার্তা দেন মনোজ।

 

View this post on Instagram

 

A post shared by ???????????????? (@roy_susmita7)

রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনালের পর হাঁটুর চোটের জন‍্য সেমিফাইনালে খেলতে পারবেন কি না সেই নিয়ে সংশয় ছিল মনোজ তিওয়ারির। সবশেষে সেমিফাইনালে মাঠে নামেন তিনি। আর মাঠে নামতেই ব‍্যাট হাতে কামাল দেখালেন মন্ত্রী মশাই। মনোজ বুঝিয়ে দিলেন এই সব চোট তিনি তাঁর ১৮ বছরের কেরিয়ারে অনেক সামলেছেন। ১০২ রান করলেন মনোজ। এটি রঞ্জিতে ২৯তম শতরান মনোজের। রঞ্জির ইতিহাসে তিনি বাংলার সর্বোচ্চ রানসংগ্রাহক। গোটা দেশের মধ্যে রয়েছেন দশ নম্বরে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস