কলকাতা শহরের সর্বত্র নয়। শুধুমাত্র মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেই শান্তিপূর্ণভাবে অবস্থান -বিক্ষোভ করতে পারবেন টেট চাকরিপ্রার্থীরা । বুধবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট । তবে আন্দোলনকারীরা শহরের সর্বত্র বিক্ষোভে বসার অনুমতি চাইলে বিচারপতি শম্পা সরকার বলেন, ‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না’।

শিক্ষক নিয়োগের চাকরিতে দুর্নীতি-সহ নানা ইস্যুতে কলকাতায় আন্দোলন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল শম্পা বিশ্বাস-সহ উচ্চ প্রাথমিকের ১১২ জন চাকরিপ্রার্থী। কিন্তু পুলিশ অনুমতি দিতে নারাজ। শেষ পর্যন্ত তাঁরা আদালতের দ্বারস্থ হন। বিচারপতি শম্পা সরকার এদিন শুনানি শেষে স্পষ্ট জানিয়ে দেন, শহরের নতুন কোনও জায়গায় নয়। আন্দোলন করতে হলে তা করতে হবে শুধুমাত্র মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেই। কারণ সেখানেই এই সংক্রান্ত আন্দোলন চলছে। তবে আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ হতে হবে। বিচারপতির শম্পা সরকার বলেছেন, “একই বিষয়ে সর্বত্র অবস্থান-বিক্ষোভ করব, এটা ঠিক নয়।”











































































































































