১০ বছর পর ফের কলকাতায় পোলিওর জীবাণু পাওয়া গেল। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলে পোলিওর জীবাণুর খোঁজ মিলল। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। শেষ বার ২০১১ সালে হাওড়ায় একটি শিশুর শরীরে পোলিওর জীবাণু মিলেছিল। তারপর থেকে আর কোনো শিশুর দেহেই পোলিওর জীবাণু মেলেনি ৷ ফলে ২০১৪ সালে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ কিন্তু তার আট বছর পর এই ২০২২ সালে আবারও পোলিওর জীবাণুর খোঁজ রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ইউনিসেফ-এর সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা মেটিয়াবুরুজ এলাকায় সমীক্ষা চালাতে গিয়েই পোলিও-র জীবাণুর খোঁজ পাওয়া যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মাঝে মাঝেই এই ধরনের সমীক্ষা চলে। সেই সমীক্ষা চালাতে গিয়েই পোলিও-র জীবাণুর সন্ধান মেলার পরই মেটিয়াবুরুজ এলাকায় । আর তার পর থেকেই মেটিয়াবুরুজ এলাকার কোথাও যাতে প্রকাশ্যে শৌচকর্ম করা না হয়, তার উপরে জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ কারণ নোংরা জল থেকেই পোলিওর জীবাণু ছাড়ায়। সেই সঙ্গে শিশুদের টিকাকরণের উপরেও জোর দেওয়া হচ্ছে।
পাশাপাশি যে সমস্ত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের উপরে বিশেষ পাশাপাশি, জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপরে ৷ এই ব্যাপারে নজরদারি চালানোর জন্য সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ ওই এলাকার শিশুদের মলের নমুনা পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।