রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপের মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই নিয়ে টানা তৃতীয় দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দিলেন কংগ্রেস নেতা।তিনি সংস্থাকে বলেছেন যে যে ‘ইয়াং ইন্ডিয়ান’ থেকে একটি পয়সাও নেওয়া হয়নি।
রাহুল গান্ধী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের বলেন যে ইয়াং ইন্ডিয়ান একটি অলাভজনক সংস্থা যা কোম্পানি আইনের বিশেষ বিধানের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কংগ্রেস নেতা যোগ করেছেন যে এর থেকে একটি পয়সাও নেওয়া হয়নি।
মঙ্গলবার রাহুল গান্ধীকে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্ত সংস্থার কর্মকর্তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে একাধিক সেশনে তার বক্তব্য রেকর্ড করেন। সূত্র বলছে, তাঁর জবাব জমা দেওয়ার আগে তার বক্তব্যের প্রতিলিপি পরীক্ষা করে দেখা হয়। গতরাতে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর, রাহুল গান্ধী তার বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর মা এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে স্যার গঙ্গা রাম হাসপাতালে যান।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) ইডি জেরার নিন্দায় সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে ১৭ দলের বৈঠকের শুরুতেই ইডির এই ভূমিকার তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী। পাশে দাঁড়ান রাহুল গান্ধীর।