করোনা (Corona)নিয়ে সংক্রমণ ক্রমশই চিন্তা বাড়াচ্ছে। যেভাবে বাড়ছে সক্রিয় রোগীর (Active case)সংখ্যা তাতে চতুর্থ ঢেউ এর আশঙ্কা বেড়েই চলেছে। মঙ্গলবার সাময়িক স্বস্তি মিলেছিল ঠিকই কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বাড়ল সংক্রমণ ।

আজ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে করোনা নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। তবে সব থেকে বেশি চিন্তা মহারাষ্ট্রকে নিয়ে। একদিনে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় ২৯০০ জনেরও বেশি। বর্তমানে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া খবর অনুযায়ী সে রাজ্যে নতুন দু’টি বি এ.৫ (BA.5)ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) বুলেটিন অনুযায়ী দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২।
যদিও সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তিজনক। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫,৭১৮ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

















































































































































