জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে (KK)-এর মৃত্যুর ঘটনায় জড়িয়ে গিয়েছিল কলকাতার নজরুল মঞ্চের নাম। গুজব ছড়ায় বলিউড শিল্পীরা নাকি কলকাতায় আর গান গাইতে আসবেন না। সেই কথা উড়িয়ে আগেই কলকাতায় অনুষ্ঠান করার কথা ঘোষণা করেন সোনু নিগম (Sonu Nigam)। কেকে-র মৃত্যুর কয়েকদিন পর নজরুল মঞ্চেই (Nazrul Manch) গান করেন অনুপম রায় (Anupam Ray)। এবার কলকাতায় অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ (Tochan Ghosh) জানান, ১০ জুন জুবিন নটিয়াল ও সুনিধি চৌহানের অনুষ্ঠান করতে আসার কথা ছিল। কিন্তু হল না পাওয়ায় সেই ডেট পিছতে হয়। এবার ২৪, ২৫, ২৬ জুন নজরুল মঞ্চেই অনুষ্ঠান করতে আসবেন বলিউডে তারকা শিল্পীরা। তালিকায় রয়েছেন- অমিত কুমার, সোনু নিগম, বিনোদ রাঠৌর, পূর্ণিমা, বাবুল সুপ্রিয়।
নজরুল মঞ্চেই শেষবারের মতো অনুষ্ঠান করেন কেকে। অনুষ্ঠান শেষ করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সেদিন নজরুল মঞ্চের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এর মাঝেই শোনা গিয়েছিল সুনিধি চৌহান ও জুবিন নাকি অনুষ্ঠান বাতিল করেছেন। কিন্তু এটা নেহাত রটনা। কলকাতাতে এসে যে অনুষ্ঠান করতে শিল্পীরা স্বাছন্দ্য তা এই তালিকা থেকেই স্পষ্ট।