অমরনাথ যাত্রায় নাশকতার ছক, ২ জঙ্গিকে হত্যা পুলিশের

0
1

ফের বড় সাফল্য কাশ্মীর পুলিশের। অমরনাথ যাত্রায় নাশকতার ছক কষেছিল দুই জঙ্গি । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির সংঘর্ষ হয় জঙ্গিদের। দীর্ঘক্ষণ পরে দুই জঙ্গিকে গুলিবিদ্ধ করে হত্যা করে পুলিশ।ঘটনায় এক স্থানীয় এবং এক জন পুলিশ কর্মী আহত হয়েছেন। কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ওই দুই জঙ্গিই লস্কর-ই-তৈবার সদস্য।

আরও পড়ুন:ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, রাহুলকে আজ ফের তলব ইডির

আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সেখানে হামলার ছক কষে ওই সন্ত্রাসবাদী সংগঠন। মৃত দুই জঙ্গি পাকিস্তান দিয়ে কাশ্মীর উপত্যকায় ঢোকে। পুলিশের আরও জানিয়েছে, ২০১৮ সাল থেকেই এরা ভারতে লুকিয়ে ছিল। আরও এক স্থানীয় ছিল এদের সঙ্গে। পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আগেই তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রের খবর, এর আগেও এই দুই জঙ্গি পুলিশের চোখে ধুলো দিয়েছিল। তবে এবার আর পালাতে পারেনি। মৃত জঙ্গির কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, ১০টি ম্যাগাজিন, লাইভ রাউন্ড, ওয়াই-এসএমএস ডিভাইস-সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।